"শান্তির দূত শেখ মুজিব
লও লও লও সালাম"
২৩ মে,২০২০
জাতির পিতা বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪৭তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি...
জুলিও কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধু
১০ অক্টোবর, ১৯৭২ বঙ্গবন্ধুকে শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসেবে ফিনল্যান্ডের হেলসিংকিতে বিশ্ব শান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত করা হয়। বিশ্ব শান্তি পরিষদ তাঁকে 'জুলিও কুরি' পদক প্রদানের সঙ্গে 'বিশ্ববন্ধু' খেতাবে ভূষিত করেছিলো।
২৩ মে, ১৯৭৩ বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় এশীয় শান্তি সম্মেলন। সেদিন বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করা হয়। আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক পরিয়ে দিয়ে বলেন, ‘শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।’
বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় বলেন, "আমি এটাও একান্তভাবে অনুভব করি যে, এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতির। এটা আমার দেশের সাড়ে সাত কোটি মানুষের"।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল