ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে । গতকাল শুক্রবার রাতে তাদেরকে ফুলবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, জুয়ামুক্ত ময়মনসিংহ গড়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এ নিয়ে পুলিশের প্রতিটি শাখা ও স্টেশনকে কঠোর নিদের্শনা দিয়েছেন পুলিশ সুপার। এরই অংশ হিসাবে ডিবি পুলিশ জুয়া ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই আব্দুর রাজ্জাক শুক্রবার রাতে সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়ার বাশদি গ্রামের জামালের সমিলের ঘরে(টিনসেট) থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, গোলাম মোস্তফা, জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ওরফে ফকরুল ও জুয়েল রানা। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।