বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল কালো থাবা শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহকেও গ্রাস করেছে।করোনাকালীন লকডাউনে সব কিছু স্থবির হয়ে পড়েছে এবং ঐতিহ্যবাহী এই নগরীর বহুসংখ্যক মানুষ অাকস্মিক কর্মহীন হয়ে সাময়িক অভাবগ্রস্থ হয়ে পড়েছে।করোনা সংকটকালীন এই মানবিক বিপর্যয়ের সময় ময়মনসিংহ সিটি
করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু করোনাদুর্যোগের শুরু থেকেই নিজ জীবনের ঝুঁকি থাকা সত্বেও এক মুহূর্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যাত্যয় ঘটাননি,সার্বক্ষনিকভাবে জনগনের পাশে আছেন এবং তিঁনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, 'ময়মনসিংহ নগরীর একজন মানুষকেও তিনি অভুক্ত রাখবেন না'।ইতিমধ্যেই মেয়র মো: ইকরামুল হক টিটু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নগরীর ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা উপহার আকারে প্রদান করেছেন। এছাড়াও মসিকের ৩৩ টি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে সরকারী খাদ্য সহায়তা ও শিশু খাদ্য সহ নগদ অর্থ সহায়তা অব্যাহত রেখেছেন।
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম কাঁচাবাজার স্থানান্তর,জনসাধারণ- সরকারের স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সংস্থাকে পিপিই সহ সুরক্ষাসামগ্রী প্রদান,নগরীতে ৫২৫ পয়েন্টে জীবানুনাশক দ্বারা হাত ধৌতকরণের ব্যবস্থা,নগরীর ২৫ টি পয়েন্টে করোনা সচেতনতামূলক প্রচারণা বুথ,ভ্রাম্যমান মাইকের মাধ্যমে নগরবাসীকে সচেতন করা,করোনায় মৃত্যুবরনকারীদের দাফনের ব্যবস্থা, নাগরিক সহায়তায় হটলাইন চালু ও টেলিমেডিসেন সার্ভিস চালুসহ ময়মনসিংহ মহানগরবাসীকে প্রাণঘাতী করোনার সংক্রমন থেকে মুক্ত রাখতে সার্বিক প্রস্তুতিই তিনি গ্রহন করেছেন। তারই ধারাবাহিকায় পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে খাদ্যউপহার প্রদানের অংশ হিসেবে ২৪-০৪-২০২০ রবিবার মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু'র পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র ঘোষ নগরীর ৩০ টি পরিবারের হতে খাদ্যউপহার তুলে দেন।খাদ্যউপহারপ্রাপ্ত উপকারভোগীরা করোনাদুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ময়মনসিংহের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটুর জনবান্ধব কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল