১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ করোনাকালীন সংকটে সমাজসেবক মঞ্জুর হোসেন মৃদুল মানসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।।
২৪, মে, ২০২০, ৮:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের জনগণও অাক্রান্ত।করোনার ভয়াল থাবা দি সিটি অব আর্ট এন্ড কালচারখ্যাত ময়মনসিংহ অঞ্চলের মানুষদেরকেও ব্যাপকভাবে আক্রান্ত করেছে এবং জনজীবন স্থবির করে বহু মানুষকে কর্মহীন করে সাময়িকভাবে অভাবগ্রস্থ করেছে। লকডাউনকালীন জাতির এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই কর্মহীন সাময়িক অভাবগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন নির্মোহ প্রচারবিমুখ বিশিষ্ট সমাজসেবক ময়মনসিংহস্থ নওমহল এলাকার বাসিন্দা মঞ্জুর হোসেন মৃদুল।করোনাকালীন দুর্যোগের শুরুতে নিজ বাসার সন্মুখে পথচারীদের জন্য জীবানুনাশক দ্বারা হাত ধৌতকরনের ব্যবস্থা, করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতামৃুৃলক প্রচারণা,এলাকার অভাবগ্রস্তদের খাদ্যসহায়তা প্রদান,নিজ বাসার ভাড়াটিয়াদের ভাড়া মওকুফকরণ, দুর্যোগকালীন সময়ে পবিত্র রমজান মাসে সমাজের অভাবগ্রস্থ রোজাদারগণের মাঝে বিতরণের জন্য বাসায় রান্না করা খাবার নিজ হাতে বিতরণ ও পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে অসহায়দের ঈদ উপহার প্রদান ও নগদ অর্থ বিতরণ সহ মানবিক ও সেবামূলক কাজে নিজ পরিবারকে সম্পৃক্ত করে অগ্রগামী ভূমিকা পালন করেছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও নির্মোহ সমাজসেবক মঞ্জুর হোসেন মৃদুল।

উল্লেখ্য মনজুর হোসেন মৃদুলের স্ত্রী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি’র করোনাকালীন মানবিক কর্মকান্ডেও তিনি নিরবিচ্ছিন্নভাবে সহায়তা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।
মানবসেবার অগ্রপথিক মঞ্জুর হোসেন মৃদুল বলেন,সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কারণেই করোনাকালীন এই সংকটময় সময়ে আমার মা-বাবা সহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনের পৃষ্ঠপোষকতায় যথাসাধ্য সাময়িক অভাবগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি এবং মহান আল্লাহতায়ালা তওফিক দিলে দেশের ক্রান্তিকালে আগামীতেও মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।
তিনি অারও বলেন,প্রতিবারের মতো শুরুটা মায়ের কাছ থেকেই। পৃথিবীর শ্রেষ্ঠ মা আমার, এটাই তার প্রমাণ।আমার বাবা মার কাছ থেকে এ শিক্ষা পেয়েছি সবসময় মানুষের উপকার করতে হয় আর তা করলে কেউ কোনদিন ঝামেলায় পড়ে না।
আমি মূলত বিবেকের টানে মানবিক যেসকল কাজগুলি করি সেগুলো নীরবেই করি কোনরুপ ফটোসেশন ছাড়া; আমি কখনোই প্রচার চাইনা, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম তথা মিডিয়ায় অাসুক সেটাও আমার কাম্য নয়।ব্যক্তিজীবনে দানশীল সদালাপী পরোপকারী মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ময়মনসিংহবাসীর প্রিয়মুখ মনজুর হোসেন মৃদুলের বহুমুখী সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন ময়মনসিংহের সামাজিক-সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।