ঈদ উপলক্ষে কৃষিবিদ ড.সামিউল আলম লিটনের গৌরীপুরবাসীকে শুভেচ্ছা।।
বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে ময়মনসিংহ উপজেলার গৌরীপুর উপজেলাবাসী সহ সকল শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ মোবারক
সুধী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর, বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উৎসবে সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহা মিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী গরীব, উচু নিচু, নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্পৃতীর চেতনা দান করে। এই পবিত্র দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রান। সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়াইই।
করোনাকালীন মানবিক মহাবিপর্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও দক্ষ নেতৃত্বে জাতির এই চরম সংকটেও অামরা ইউরোপ-অামেরিকার তুলনায় অনেকটাই নিরাপদে রয়েছি।
পরম করুনাময় মহান আল্লাহতালার দরবারে সন্তুষ্টি কামনা করি।
আমরা বিশ্বাস করি পরম করুনাময় আল্লাহর অপার রহমতের বদৌলতে মরণব্যাধি করোনাকে আমরা জয় করে আবারো নবউদ্যমে পূর্বের কর্মময় জীবনে ফিরবো সকলেই।
শুভেচ্ছান্তে...
কৃষিবিদ ড. সামিউল অালম লিটন
সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ,
ময়মনসিংহ জেলা শাখা।
সাবেক ভিপি,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,ঢাকা।
সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় উপ কমিটি।
ও
উপদেষ্টা, তথ্যপ্রতিদিন ২৪ ডট কম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল