ঈদ-উল-ফিতর উপলক্ষে তথ্য প্রতিদিন ২৪ ডট কম সম্পাদক সৈয়দ তপনের শুভেচ্ছাবার্তা।।
বিশিষ্ট সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব ও তথ্যপ্রতিদিন ২৪ ডটকমের সম্পাদক সৈয়দ তোফায়েল তপনে'র ঈদের শুভেচ্ছা।
সূধী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর, বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উৎসবে সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহা মিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী গরীব, উচু নিচু, নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্পৃতির চেতনা দান করে। এই পবিত্র দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রান। সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়াইই।
করোনাকালীন মানবিক মহাবিপর্যয়ে অাল্লাহর সন্তুষ্টি কামনা করি।
শুভেচ্ছান্তেঃ সৈয়দ তোফায়েল তপন
সম্পাদক, তথ্যপ্রতিদিন ২৪ ডট কম
সামাজিক ও রাজনৈতিক সংগঠক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল