” সমাজ উন্নয়নে সদা জাগ্রত “এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত অাব্দুল কদ্দুছ ফাউন্ডেশন ও যুগান্তরের ঘূর্নিপাকে শ্লোগান নিয়ে যাত্রা করা ময়মনসিংহের প্রথম রেডিও চ্যানেল রেডিও ১৯ এ এর যৌথ উদ্যোগে গতকাল ২২-০৫-২০২০ রোজ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে কর্মহীন নিম্নবিত্ত, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর মুখে ঈদের হাসি দেখার মানসে শিশুদের জন্য ৩০০ পিছ টি-শার্ট, দরিদ্র নারীদের জন্য শাড়ী ও পুরুষদের জন্য লুঙি উপহার হিসেবে বিতরণ করা হয়।ময়মনসিংহস্থ অাব্দুল কদ্দুছ ফাউন্ডেশনের মুখ্য সমন্বয়ক ও রেডিও ১৯ এর প্রধান নির্বাহী রনি রাসেল মোটরসাইকেলে ঘুরে ঘুরে শহরের অপেক্ষাকৃত নিম্ন অায়ের বসবাসস্থল ও বস্তিগুলোতে এই ঈদ উপহার বিতরণ করেন।
সরকারের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্বের বিষয়টি মেনেই বৈশ্বিক মহামারী করোনাকালীন দুর্যোগে মহাপবিত্র রমজান মাসের শেষান্তে ঈদ-উল-ফিতরের প্রারম্ভে এই উপহার বিতরণ করা হয়।অাব্দুল কদ্দুছ ফাউন্ডেশনের মুখ্য সমন্বয়ক ও রেডিও ১৯ এর প্রধান নির্বাহী রনি রাসেল বলেন, “বিবেকের তাড়নায় সামাজিক দায়বদ্ধতার কারণেই করোনা ভাইরাসজনিত মহামারীর সময় এই পবিত্র রমজান মাসের শেষে অামরা হতদরিদ্র এবং সাময়িক অভাবগ্রস্ত এসকল মানুষের দোড়ঘোড়ায় ঈদ উপহার পৌছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি” যাতে এই করোনাদুর্যোগে সাময়িক কর্মহীন অভাবগ্রস্ত পরিবারগুলোর ঈদ অানন্দ ম্লান না হয়।
ইতিপূর্বে অাব্দুল কদ্দুছ ফাউন্ডেশন ও রেডিও ১৯ এর উদ্যোগে ময়মনসিংহ অঞ্চলে “খাদ্য, অর্থসহায়তা ও সেমাই-চিনি-চাল-দুধ সহ বিভিন্ন সাসগ্রী সমেত ঈদ উপহার প্রদান করা হয়েছে সাময়িক বিপদগ্রস্ত মানুষের মাঝে।
উল্লেখ্য অাব্দুল কুদ্দুছ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অাব্দুল মোমেন ঈদ উপহার বিতরণে সার্বিকভাবে সহযোগিতার পাশাপাশি বিতরণের সময়ও নিজে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
করোনাকালীন মানবিক সংকটকালীন সময়ে অাব্দুল কুদ্দুছ ফাউন্ডেশন ও রেডিও ১৯ এর মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন সচেতন ময়মনসিংহবাসী।