১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মমেক নতুন ভবনকে কোভিড হাসপাতাল করার প্রস্তাবে আপত্তি
২৬, মে, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন আট তলা ভবনকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করার প্রস্তাবে আপত্তি জানিয়েছে হাসপাতালের একটি পক্ষ।ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রনালয়েরর কাছে পাঠানো এক পত্রে আপত্তি জানিয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোভিড সংক্রমন প্রতিরোধ কমিটির এক সভায় হাসপাতালোর এই নতুন ভবনটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করার প্রস্কাব ও এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ করে পাঠানো হয়।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন,কোভিড হাসপাতাল রুপান্তরের সিদ্ধান্তে ধ্বংসের মুখে যাবে মূল্যবান মেশিনারীজ সামগ্রী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাছির উদ্দিন বলেন,আট তলা ভবনকে কোভিড করার ঘোষণা আত্মঘাতী।
তবে কোভিড প্রতিরোধ কমিটির জেলা সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর জানান,এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

সূত্র:দৈনিক জনকন্ঠ