১৯৫২ এর ভাষাসৈনিক,১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্হাভাজন ও বিশ্বস্ত সহচর(বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীর ২৪৭ পৃষ্ঠায় প্রয়াত শামছুল হকের নাম উল্লেখ
করেছেন),ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগের সাবেক সভাপতি,ফুলপুর- তারাকান্দার (ময়মনসিংহ-২)মাটি ও মানুষের নেতা,৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ১ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি প্রয়াত জননেতা এম.শামছুল হকে’র ১৫ তম মৃত্যুবার্ষিকীতে(২৭ মে) জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি…
উল্লেখ্য ময়মনসিংহের কিংবদন্তী অাওয়ামী লীগ নেতা প্রয়াত জননেতা এম.শামছুল হক বাংলাদেশ অাওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও একান্ত প্রিয়ভাজন(মাননীয় প্রধানমন্ত্রী হাস্যরস করে বলতেন শামছু ভাই ছাড়া সংসদ জমেই না!) ছিলেন। প্রয়াত জননেতা এম.শামছুল হকের পদাঙ্ক অনুসরণ করে তারঁই সুযোগ্য পুত্র ময়মনসিংহ -২(ফুলপুর-তারাকান্দা)সংসদীয় অাসন থেকে ২ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অনুলিখন: সুমন ঘোষ