রাজনীতিতে এসে যে সকল রাজনৈতিক নেতা চিটারি, বাটপারি, ধান্ধাবাজি, বেশি করেন তাদের এক সময় রাজনৈতিক অবস্থান থাকে সবার পেছনে। দলের নেতা ও কর্মীদের কাছে এক সময় মুল্যহীন হয়ে পরে । দেখা গেছে চলমান করোনা মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়, জেলার বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্য বৃন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা স্যার, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি আমিনুল হক শামীম, সিটি মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতে সামুল আলম, সাধারণ সম্পাদক মোহিতুর রহমান শান্ত অসহায়, দুস্থ, কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত পক্ষ থেকে একলক্ষাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন উল্লেখিত নেতারা।
* দেখা গেছে বিগত সময়ে বেশ কয়েকজন নেতা দলীয় প্রভাব খাটিয়ে টেন্ডার বাজী, ধান্ধাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অনেকে ঝিরো থেকে হিরো হয়েছেন তারা ইচ্ছা করলে কয়েক হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে পারতো তাদের এই সময়ে মাঠে দেখা যায়নি। আজ এ পর্যন্ত
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল