ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কের তাঁতকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই যুবক সাইকেলে চড়ে গৌরীপুর-কলতাপাড়া সড়ক হয়ে গৌরীপুরে দিকে আসছিলো। তাঁতকুড়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় যুবকের মুখমন্ডল থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল