ময়মনসিংহ জেলা গোয়েন্দা ওসি (ডিবি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: উজ্জামান পিপিএম-সেবা ময়মনসিংহের যোগদান করেই নগরীকে মাদক, জুয়া, চাঁদাবাজ, সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেন।
তারিধারাবাহিকতায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন সানকিপাড়া থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মোঃ নোমান মিয়া (৫০) পিতা মৃত-হাজী আঃ মজিদ, সাং-চর নওয়াবাদ, থানা- ভোলা সদর, জেলা-ভোলা, এ/পি সাং-বদরের মোড় (রানা মিয়ার বাসার ৭ম তলার ভাড়াটিয়া) শিব্বির আহম্মেদ (৩৬) পিতা-মোঃ সুরুজ আলী, সাং-উত্তর সাহাপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-২৫/৭ সানকিপাড়া এস এ সরকার রোড উভয় এ/পি থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ আক্রাম হোসেন পিপিএম-সেবা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন গোবুদিয়া থেকে তাস দিয়া টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ শুকুর আলী (৫০), পিতা মৃত-আহম্মদ আলী, সাং-পালগাও, মোঃ দুলাল (৩৮) পিতা-নুরুল ইসলাম, মোঃ আতিকুল ইসলাম (২৭) পিতা-কাজিমুদ্দিন, মোঃ আসাদুল ইসলাম (২৮), পিতা-আবুল হাসেম, সাইফুল ইসলাম (৩০), পিতা মৃত-নজুম উদ্দিন, মোঃ ফালু সিকদার (৪৫), পিতা মৃত-দরবেশ আলী সিকদার, মোঃ তোফাজ্জল হোসেন (৩৭), পিতা মৃত-ইয়াসিন আলী, শফিকুল (৫০), পিতা মৃত-আক্কাস আলী, সর্ব সাং-গোবুদিয়া, মোঃ হুমায়ুন কবির রানা (২৮), পিতা-আবুল হোসেন খান, সাং-মেদিলা, সর্ব থানা-ভালুকা, মোঃ আরিফুল ইসলাম (২৭), পিতা-মোসলেম উদ্দিন, সাং-আমিরাবাড়ী, থানা-ত্রিশাল, সর্ব জেলা-ময়মনসিংহ, মোঃ সাখাওয়াত হোসেন সাকু (৪৪), পিতা মৃত-রহম আলী, সাং-মুলাইদ, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল