একে তো করোনা ভাইরাসের সংক্রমণে জনজীবন তটস্থ। তার উপর গ্রীষ্মকাল হওয়ায় কখনো বৃষ্টি তো কখনো রোদ। যার ফলে বাড়ছে মশার প্রচন্ড উপদ্রব।
মশার উপদ্রবে ময়মনসিংহ নগরীর অনেক এলাকার মানুৃষের জনজীবন অতিষ্ঠ।বিশেষ করে মূৃল শহরের বাইরে সিটি করপোরেশনের এলাকা,নতুন ওয়ার্ডগুলো ও গলি-বস্তি এলাকা মশায় সয়লাব। করোনা ভাইরাসে সংক্রমণরোধ ও মশার বিস্তার প্রতিরোধে শহরে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের ফগার মেশিন দিয়ে এই জীবানুনাশক ঔষধ প্রয়োগ করা হলেও সেটা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় বলে অভিমত দিয়েছেন নাগরিক সমাজের একাংশ।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বলেন, অামরা শীঘ্রই সমন্বয় মিটিং করে প্রতিটি এলাকায় যথাযথভাবে মশক নিধন কার্যক্রম জোরদার করবো।মসিকের সচেতন অধিবাসীগণ মশক নিধনে শহরজুড়ে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানসহ মশক নিধন স্প্রে নিয়মিত করারও দাবী জানিয়েছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল