বৃহত্তর ময়মনসিংহের সাবেক কিংবদন্তী ছাত্রলীগ নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়মনসিংহবাবাসীর পরম শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও তারঁ যোগ্য সহধর্মিণী ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন মহোদয় পবিত্র ঈদের দিনে "জাগ্রত ময়মনসিংহ" পরিবারের আয়োজনে জাগ্রত ময়মনসিংহ পরিবারের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র ঘোষের সঞ্চালনায় জাগ্রত ময়মনসিংহের সদস্য রনি রাসেলের কারিগরি সহযোগিতায় অনলাইন লাইভ ঈদ অানন্দ আড্ডায় সংযুক্ত হয়েছিলেন।
ঈদের দিনের আনন্দ আড্ডার শুুরুটা অানন্দময় হলেও জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়ের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চারটি ঈদ কারাগারে কাটানোর বিষাদময় ঘটনা এবং তাঁর সুযোগ্য স্ত্রী ময়মনসিংহের রাজনৈতিক-সামাজিক অঙ্গনের প্রিয়মুখ অধ্যাপক দিলরুবা সারমীন স্বকন্ঠে তাঁর প্রাণপ্রিয় স্বামীর জেলখানায় ঈদ উদযাপন ও জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের অাবেগঘন স্মৃতি স্মরণ করায় সবাইকে নস্টালজিয়ায় ভোগায়।
" জাগ্রত ময়মমনসিংহ " এর ফেসবুক পেইজে ঈদ অাড্ডার এই লাইভ পোগ্রামটি ইতিমধ্যে ৭০০+ দর্শক শেয়ার করেছে এবং দেশ-বিদেশের ১৫,০০০+ দর্শক অনুষ্ঠানটি দেখেছে।
আপনারাও ঈদ অানন্দ অাড্ডার এই লাইভ পর্বটি দেখতে "জাগ্রত ময়মমনসিংহ " এর ফেসবুকে পেজে চোখ রাখুন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল