১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা বিচারপতিকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, নেত্রকোনায় যুবক গ্রেপ্তার
৩১, মে, ২০২০, ১২:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

সুপ্রীমকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে ইলিয়াস আহমেদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানার পুলিশ। ইলিয়াসের বাড়ি জেলার বারহাট্টা উপজেলার নূরুল্লারচর গ্রামে।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার নূরুল্লারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি মো: আহাদ বলেন, সম্প্রতি গৃহকর্মী মারুফা আক্তার হত্যা মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনসহ বিশিষ্ট জনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অপপ্রচার চালান ইলিয়াস আহমেদ। এ ঘটনায় শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে শহরের খাইরুল ইসলাম মজুমদার নামে এক ব্যক্তি মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।