ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রাণবন্ত শেঠ স্পন্দন ময়মমনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অদ্য ৩১-০৫-২০২০ রবিবার প্রকাশিত ফলাফলে সকল বিষয়ে এপ্লাস সহ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সহিত উর্ত্তীর্ণ হয়েছেন।
এনজিও কর্মকর্তা পুলক শেঠ ও ময়মনসিংহ জজকোর্টের অাইনজীবি অ্যাডভোকেট সুতপা পালের জ্যেষ্ঠ পুত্র প্রানবন্ত শেঠ স্পন্দন সাংস্কৃতিক চর্চা সহ সহ-শিক্ষা কার্যক্রমেও অসামান্য পারদর্শিতার জন্য ইতিপূর্বে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রানবন্ত শেঠ স্পন্দন তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য প্রিমিয়ার আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ ও তার পিতা-মাতার অবদানকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রানবন্ত শেঠ স্পন্দন তার আগামীদিনের পথচলায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত প্রানবন্ত শেঠ স্পন্দনের গর্বিত পিতা-মাতা এক প্রতিক্রিয়ায় বলেন,অামাদের সন্তান যেনো সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট সেই কামনাই করি।