এনামুল হক মুক্তাগাছা প্রতিনিধি;
৫দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মুক্তাগাছা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মুক্তাগাছা প্রেসকাবের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক মিঠু সিংহ, শামীমুর রহমান, আব্দুর রউফ, ফরহাদ হোসেন, আল আমিন, সেলিম প্রমুখ। মানববন্ধনে সরকারি নতুন বেতন স্কেল, সাপ্তাহিক ছুটিসহ জাতীয় ছুটি ভোগ, ফারিয়া সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান নিতিমালা প্রণয়ন, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা প্রদানের দাবী জানানো হয়।