পূর্বধলায় দুই যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিকার চেয়ে প্রতিবাদ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবলীগের দুই নেতার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কয়েকটি অনলাইন প্রকাশনায় কিছু অপপ্রচার প্রকাশ করায় এর প্রতিকার চেয়ে ওই প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন পূর্বধলা উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জল ও যুগ্ন- সাধারণ সম্পাদক ফেরদৌস আলম।
তারা তাদের প্রতিবাদ লিপিতে জানান, পূর্বধলার রাজনৈতিক পদচারনায় তাদের সুদীর্ঘ প্রায় দুই যুগের ও বেশি সময় হয়েছে এবং বর্তমান কাল পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তারা রাজনীতি ব্যাতিত জনগণের কল্যাণে সঠিক দিক নির্দেশনায় এগিয়ে চলার পথে কিছু অপপ্রচারকারী ও কুচক্রিমহল তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কয়েকটি অনলাইন প্রকাশনায় কিছু অপপ্রচার প্রকাশ করে সামাজিক ও রাজনৈতিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। যা হিংসাত্মক অপপ্রচার বলে মনে হচ্ছে। তাই তারা আইনপ্রয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ওই অপপ্রচারকারী ও কুচক্রিমহলের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবী জানান। সেই সাথে ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল