প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ মো. আশরাফুল আলম খোকনের বাবা মো. আনোয়ার হোসেনের মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (০১ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।
সোমবার মো. আনোয়ার হোসেন (৭৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার নিজ বাসভবন তারাগঞ্জ গ্রামে বাধ্যকজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সুত্র, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল