১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ সারদা ডিসেম্বর/৯৫ ব্যাচ ময়মনসিংহে কর্মরতদের বর্ষপুর্তির উৎসবের অর্থে এতিম ও অসহায়েদের মাঝে ত্রাণ ও লুঙ্গি বিতরণ
২, জুন, ২০২০, ১২:৫৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি: , ,

সারদা ডিসেম্বর/৯৫ ব্যাচ (টিআরসি) দের ২৪ বছর পুর্তি উপলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগে এতিম, অস্বচ্ছল, অসহায়দের ত্রাণ সহায়তা ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহে কর্মরত ব্যাচ মেটসদের বর্ষপুর্তির আয়োজনের অর্থ দিয়ে অসহায় ও এতিমদের মাঝে এই সহায়তা বিতরণ করে আবারো দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহের ডিবির মানিবক ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার)।

মানবিক গুনাবলী সম্পন্ন ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, সারদা ডিসেম্বর/৯৫ ব্যাচ (টিআরসি) দের ২৪ বছর পুর্তি হয়েছে ৩১ মে। বছর পুর্তি উপলে তাদের এই ব্যাচ মেটসগণ প্রতি বছর এই দিনে উৎসব পালনের মাধ্যমে স্বরণ করে আসছিল। কিন্তু চলতি বছর সারাবিশ্বের ন্যায় দেশে করোনার মহামারি ও দুর্যোগময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ সহায়তা করে দিনটিকে স্বরণ করে রাখতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
তিনি আরো বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের অনুপ্রেরণায় বছর পুর্তি উপলে এই মহত কাজের উদ্যোগ নিয়ে ওসি ডিবির ( শাহ কামাল আকন্দ) নেতৃত্বে তার ব্যাচ মেটসগণ বাস্তবায়ন করেন।
সোমবার সন্ধ্যায় ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগীয় নগরীর মরাখলা আত তাবিব ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার ৩৪ জন এতিমদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে রাতে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে আরো জন অসহায়, অস্বচ্ছল, হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা ও ৫০জন অসহায় অস্বচ্ছলদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, তারা ১০০৪ জন ব্যাচ মেটস পুলিশ একাডেমি সারদায় ৬ মাস বাস্তব প্রশিণশেষে ১/৬/১৯৯৬ তারিখ দেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বছর পুর্তির উৎসবের অর্থ দিয়ে আরো যারা এই মহত কাজ করেছেন তারা হলো, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই মোঃ সোহেল, এসআই মোঃ সাইদুর রহমান, এসআই মোঃ আঃ জলিল, এসআই মোঃ মফিজ, এসআই মোঃ জহির, এএসআই আব্দুর রহমান, এএসআই মোঃ সাইদুল, মোঃ আল আমিন, মোঃ কামরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন ও মোঃ আঃ হেলিম।
উল্লেখ্য করোনার মহামারির কারণে প্রায় আড়াই মাস ধরে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে জেলা পুলিশ খুজে বেড়াচ্ছে সমাজের নিম্নবিত্ত, শ্রমজীবি কর্মহীন, বেকার হয়ে পড়া, দিন এনে দিন খাওয়া মানুষদের সহায়তা করে আসছেন।এই সহায়তা কার্যক্রম বিতরণ, তালিকা প্রণয়ন, রাত নেই দুপুর নেই, ঝড় নেই বৃষ্টি নেই, যখন যেখানে খবর এসেছে কারো ঘরে চাল নেই, চুলা জ্বলছেনা, স্ত্রী সন্তান নিয়ে মানুষ না খেয়ে আছে। জেলা পুলিশের নির্দেশে ঐ সমস্ত অসহায়ের ঘরে দ্রুত খাবার পৌছে দিয়ে পুলিশ সুপারসহ জেলা পুলিশের পাশাপাশি যেই ব্যাক্তি ব্যাপক আরোচনায় আসেন তিনিই হলেন ডিবির ওসি শাহ কামাল আকন্দ। বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, দিন এনে দিন খাওয়া, কর্মহীন, শ্রমিক, বেদে পরিবার, নাপিত, নৌকা মাঝি, খুঁজে খুঁজে নিয়মিত আহার তুলে দিয়েছেন। এভাবে ওসি শাহ কামাল আলোচনায় স্থান করে নেন একজন মানবিক পুলিশ হিসাবে।