৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আ:লীগের সম্মেলন সকল প্রকার প্রস্তুতি
১৯, অক্টোবর, ২০১৯, ৫:২০ অপরাহ্ণ -

নাজমুল হক,তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের প্রথম সম্মেলন (২০আক্টোবর) আজ রবিবার অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ময়মনসিংহ জেলার ১৩ তম উপজেলা ২০১৩ সালে ঘোষনা করা হয় তারাকান্দা কে। এর আগে এই উপজেলা ফুলপুর উপজেলার অন্তর্ভুক্ত তারাকান্দা ইউনিয়ন ছিল। প্রথম বারের মত ক্ষমতাসীন দলের এ সম্মেলন নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
সম্মেলনে উপজেলা আ:লীগের কমিটি গঠন হতে পারে,এ নিয়ে প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে স্ব-স্ব পক্ষে আলোচনা ও সম্মেলন সফল করার লক্ষে গণসংযোগ করছেন।
বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ মাঠে তৈরি হয়েচ্ছে সম্মেলনের বিশাল মঞ্চ।ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে প্রায় ৩০ টির মত তোরন তৈরি হয়েছে ও চার দিকে পেনা,ফেসন্টুন ছেয়ে গেছে উপজেলা সদর। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া সরকার বলেন, প্রথম সম্মেল গিরে নেতা কর্মিদের মধ্যে প্রাণের সঞ্চার ফিরে এসেছে। ফুলপুর-তারাকান্দার কৃতি সন্তান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এম.পি) নির্দেশে সম্মেলনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন জানান, ইউনিয়নের বাজারে বাজারে ও চায়ের দোকানে নেতাকর্মীদের নিয়ে সম্মেলন সফল লক্ষে গণসংযোগ করে যাচ্ছি। তুরণের বিষয়ে তিনি বলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সম্মানর্তে এই তুরণ, পেনা পেসন্টুন স্ব-স্ব উদ্যেগে নেতাকর্মীরা তৈরি করেছেন। ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জিয়াউল হক জিয়া বলে ১০ চেয়ারম্যান গণরাও সম্মেল সফল করার লক্ষে গণ সংযোগ করে যাচ্ছে। আশা করি সম্মেলনে ত্যাগি নেতা কর্মীদের মূলায়ন করে, একটি সুন্দর কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের উপহার দিবেন।