১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবি’র অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গৌরীপুরের কিতাব আলী গ্রেফতার!
৩, জুন, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার বাড়ি জেলার গৌরীপুর থানায় বলে (ডিবি) পুলিশ জানিয়েছে। ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান অপরাধ মুক্ত নগরী গড়তে পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস ,চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বুধবার ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারের ময়মনসিংহ নেত্রকোনা সড়কের পাশ থেকে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কিতাব আলীকে গ্রেফতার করে। সে গৌরীপুর থানার লাউগাই গ্রামের মৃত-রুমালীর ছেলে। তার বিরুদ্ধে গৌরীফুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। বুধবার গ্রেফতারকৃত আসামী কিতাব আলিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) আরও বলেন মাদকমুক্ত নগরী গড়তে সকলের সহযোগিতা চাই।