ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুরে স্ত্রী ও সন্তানের নির্যাতনে ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধা আত্মাহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩জুন/২০২০) ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পুত্র মোঃ আজিজুল হক জানান, তার বাবা ইদ্রিস আলীকে তার মা সাফিয়া খাতুন (৫০), তার ভাই আলামিন (২৪) ও বোন বৃষ্টি আক্তার (১৮) শারীরিকভাবে নির্যাতন করতো। ওদের নির্যাতনের কারণে তার বাবা নিজে রান্না করে পৃথকভাবে জীবনযাপন করে আসছিলো। গত ৩১তারিখেও বয়োবৃদ্ধ ইদ্রিস আলীর ওপর ওরা নির্যাতন চালায়। গলায় ফাঁস বা বিষ খেয়ে আত্মহত্যার কথাও বলে। এসব নির্যাতন-নিপীড়নের কারণে মঙ্গলবার গভীররাতে নিজঘরে আত্মহত্যা করে। এঘটনায় মোঃ আজিজুল হক বাদী হয়ে তার মা, ভাই ও বোনকে আসামী করে মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী, একপুত্র ও কন্যাসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল