ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, বিপিএম (বার) জানান মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমুক্ত নগরী গড়তে শুরু থেকে জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দিয়ে আসছেন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় ইং ০৩/০৬/২০২০ বুধবার সেওড়া চামড়া গুদাম সাকিনস্থ নিউ রুম্পা নার্সিং হোম এন্ড ডাইগোনোষ্টিক সেন্টার এর সামনে পাকা রাস্তার পার্শ্ব হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রিফাত (২৩) পিতা-মামুনুর রশিদ সাং-আকুয়া হাজী বাড়ী থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা ইং ০৪/০৬/২০২০ তারিখ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চড়ইতলা সাকিনস্থ (৭ তলা বিল্ডিং সংলগ্ন) তারেক ইলেকট্রনিক্স এর সামনে পাকা রাস্তার পার্শ্ব হইতে ৩০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ জলিল (২৫) পিতা-মোঃ আবুল কাশেম সাং-নওধার ভাটিপাড়া ৫নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, থানা-ত্রিশাল মোঃ হোসেন মিয়া (৪৫) পিতা-মৃত উবেদ আলী সাং-ধামশুর থানা-ভালুকা মোঃ তৌহিদুল ইসলাম (৪২) পিতা-মৃত আইয়ুব আলী সাং-দরিরামপুর ৪নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা থানা-ত্রিশাল সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি (ডিবি) শাহ্ কামাল আকন্দ, আরও বলেন মাদক, জুয়া, সন্ত্রাস ও অপরাধ মুক্ত নগরী গড়তে সকলের সহযোগিতা চাই।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল