“আমরা ময়মনসিংহবাসী” ব্যানারে উন্নয়নের নামে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানটির ঐতিহ্য ও সৌন্দর্য বিনাশী পরিকল্পনার বিরুদ্ধে স্বাস্থ্যবিধি মেনে ” প্রতিবাদী দূরবন্ধন ” কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে আজ বিশ্ব পরিবেশ দিবস ০৫ জুন ২০২০ শুক্রবার বিকাল ৪টায় সার্কিট হাউস ময়দান : ক্রিকেট ব্যাট বল মোড়ে।
সভাপতিত্ব করেন জেলা উদীচী ও প্রগতি লেখক সংঘের সভাপতি, লেখক ও নাট্যকার ডাঃ প্রদীপ চন্দ্র কর। বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য, নাট্য ব্যাক্তিত্ব জনাব শাহাদৎ হোসেন খান হিলু, সিপিবি-ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এড. এমদাদুল হক মিল্লাত, কবি ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল, জন উদ্যোগ, ময়মনসিংহের সভাপতি এড. নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি ইয়াজদানী কোরায়শী কাজল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব মোস্তাফিজুর বাশার ভাসানী, সিড়ি সাংস্কৃতিক একাডেমীর সভাপতি এড. আব্দুল মোত্তালেব লাল, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, জেলা মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, উদীচী-ময়মনসিংহের সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার, সুজন-ময়মনসিংহ মহা নগরের সম্পাদক কবি আলী ইউসুফ, শিক্ষক রেজাউল করিম, ছড়া-কবিতা-সাহিত্য পরিষদ এর সভাপতি কবি, ছড়াকার বদরুল হক তপন, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি ছাত্রনেতা আশজাদুল বোরহান তাহসিন, বা. কৃ. বি. ছাত্র ফ্রন্টের সভাপতি ছাত্রনেতা গৌতম রায়, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রাঞ্জল শাহরিয়ার। সঞ্চালনা করেন সিপিবি-ময়মনসিংহ শহর কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত দেবনাথ খোকন। অংশগ্রহণ করেন টিআইবি-সনাক সভাপতি শরীফুজ্জামান পরাগ, মহিলা পরিষদ সভাপতি মনিরা বেগম অনু, উদীচী-র সহ-সভাপতি জনাব আতাউর রহমান, পরউআ-র সহ-সভাপতি জনাব মীর গোলাম মোস্তফা, ক্যাব এর সাধারণ সম্পাদক জি. এম. রহমার ফিলিপ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি জনাব আব্দুল কাদের মুন্না, রাজনীতিক আবুল কালাম আল আজাদ, জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি ছাত্র নেতা অজিদ দাস, জেলা টি ইউ সি-র সহ-সভাপতি শ্রমিক নেতা আকবর আলী, উদীচী নেতা জনাব মোঃ জামাল উদ্দীন, আবু সাইদ খান, নারীনেত্রী সুমী আক্তার, জেলা যুব ইউনিয়ন সহ-সভাপতি বিশ্বজিৎ দে মিন্টু, ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম লিখন, জেলা ছাত্র ইউনিয়ন নেতা, আবীর, সৈকত সহ ছাত্র, যুব, নারী, শ্রমিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।