সরকারের সকল খাস জমি,জলাভুমি ও পুকুর প্রকত ভুমিহীন দের মাঝে বিনামূল্যে বন্ঠন করার দাবি নিয়ে গলগন্ডা ঢোলাদিয়া জেলখানার চর সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ১৪৯ উদ্যোগে
৫ই জুন শুক্রবার বাদ জুম্মা ময়মনসিংহ সদর উপজেলার কল্যাণপুর শেষ প্রান্তে নির্মিত আবাসিক গুচ্ছগ্রাম দেখতে যান। সেখানে ঘর বরাদ্ধ পাওয়ার লক্ষে অনেকেই আবেদন করলেও তার মাঝে কিছু সংখ্যাক আবেদন কারী ঘর বরাদ্দ পেলেও সিংহভাগ আবেদন কারী ঘর পায়নি।
যারা পায়নি তারা না পাওয়ার হতাশায় ভূগছেন বলে জানান গলগন্ডা ঢোলাদিয়া জেলখানা চর ভুমিহীন সমবায় সমিতির সভাপতি শেখ জাবেদ আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ সভাপতি স্বপন মিয়া,কোষাধ্যক্ষ সালেহা আক্তার হেনা, কার্যকরী সদস্য মোঃ বিল্লাল। এছাড়াও প্রায় শতাধিক ভূমিহীন পুরুষ মহিলারা দেখতে যান। আবাসনে গিয়ে তারা তাদের স্বপ্নের আগামীর নীড় ঘুরে ফিরে দেখেন।এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংবাদকর্মীরা সাথে ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল