১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা যে কারণে ৫০ এমপিকে সংসদে যেতে মানা
৬, জুন, ২০২০, ১২:২৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাজেট অধিবেশনকে ঘিরে নিরাপত্তায় আনা হচ্ছে বেশ কড়াকড়ি। মহামারী এই ভাইরাসে সংক্রমণের আশঙ্কা থেকে প্রায় ৫০ জন বয়স্ক সংসদ সদস্যকে অধিবেশনে যোগ না দেয়ার জন্য বলা হয়েছে।

এছাড়াও আরো জানা গেছে, মূল অডিটরিয়ামে প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যদের আসন বিন্যাসে আনা হচ্ছে পরিবর্তন। এছাড়া প্রতিদিনের পরিবর্তে একদিন পরপর অধিবেশন চালানোর পরিকল্পনা করছে সংসদ সচিবালয়।

মহামারী করোনার প্রাদুর্ভাবের জন্য দুই মাস বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে দেশে অফিস চালু হলেও সরকারের পক্ষ থেকে রয়েছে স্বাস্থ্যবিধির ব্যাপক কড়াকড়ি। আবার এর মাঝেই বসছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

এদিকে সংরক্ষিত ৫০ জনসহ সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত হলেই পূরণ হয় কোরাম। সংবিধানের অক্ষুন্নতা রাখতে এর আগে গত ১৮ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে মাত্র এক দিনের জন্য বসেছিলো অধিবেশন। এবারও প্রধানমন্ত্রীর আশপাশের কয়েকটি চেয়ার রাখা হবে খালি।
ছবি, সংগৃহীত