বাস্তব জীবনে অপরাধ সম্পর্কে আমাদের কমবেশি ধারনা রয়েছে। চুরি করা, লোক ঠকানো, মারপিট করা, খুন ইত্যাদি নানা ধরনের অপরাধকর্ম সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্ত করতে আসে, আদালতে বিচার হয়।
একজন অতি সাধারন মানুষও পুলিশ-আদালত এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যান এবং সহজে অপরাধ সম্পর্কে ধারনা অর্জন করেন কিন্তু এসবের বাইরেও অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে যা অনেকেই হয়তো অপরাধ মনেই করেন না। কিন্তু কপাল মন্দ হলে এসব না জানা অপরাধও আপনাকে বড় বিপদে ফেলে দিতে পারে। শক্ত তথ্য প্রমান থাকলে ও দক্ষ লোকের হাতে পড়লে আপনার জেল-জরিমানাও হয়ে যেতে পারে!
আপনার বিশ্বস্থ বন্ধর ফেসবুকে ঢুকে টুকিটাকি হাই/হ্যালো করা হয়তো অনেকের জন্যই ডালভাতের মতো সাধারন ব্যাপার। কিন্তু আপনি বন্ধুত্বের সুযোগ নিয়ে তার ফেসবুকে ঢুকে অন্য কারো সাথে পরিচয় গোপন করে মেসেজ বিনিময় করলেন বা আপত্তিকর মন্তব্য করলেন। আপনার বন্ধু না বুঝলেও আপনি কিন্তু একটা আসলে আপনি কিন্তু একটা সাইবার ক্রাইম করে ফেললেন। পরিচিত বা অপরিচিত কারো ছবি নিয়ে তার নামে ফেক আইডি খুলে ব্যবহার করতে থাকলেন অথবা ফেসবুকে কারো নামে সম্মানহানি করলেন।
এগুলো সবই মারাত্মক সাইবার ক্রাইম।
মহামারী করোনায় কমে গেলেও থেমে নেই অপরাধকর্ম। এই অপরাধের বেশ বড় একটা অংশ সংঘটিত হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড
ক্রাইম ডিভিশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম ডিএমপি নিউজের সাথে
সাইবার ক্রাইমের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, মোবাইল ব্যাঙ্কিং প্রতারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করা, ভুয়া আইডি খোলা, ইন্টারনেটে যৌন হয়রানী, পর্নোগ্রাফি, সম্মানহানি প্রভৃতি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে।
তিনি সম্প্রতি সংঘটিত হওয়া সাইবার অপরাধের একটি গল্প শোনান।
বর্তমান করোনা পরিস্থিতে আমাদের ডক্টর সহকর্মীরা অনলাইনে টেলিমেডিসিনের মাধ্যমে জনসাধারণদের সেবা দিয়ে যাচ্ছেন। দেশের অন্যতম একটি স্বনামধন্য মেডিকেল হাসপাতালে কর্মরত একজন লেডি ডক্টরও তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেলিমেডসিন সেবা দিয়ে যাচ্ছিলেন। গত ২৭ মে ২০২০ তারিখে তিনি তাঁর ফেসবুক আইডিটি প্রতিষ্ঠানের কম্পিউটার থেকে লগ আউট হতে ভুলে যান। কিন্তু বাসায় এসেই তিনি তার আইডিটি রিমোট লগআউট করেন। কিন্তু ততক্ষণে একটি দুর্বৃত্ত তার আইডি থেকে ব্যক্তিগত ছবি নিয়ে তাঁর নামে একটি ফেক আইডি খুলে ওই নারী চিকিৎসককে ব্ল্যামেইল করতে থাকে।
ভিকটিম ডিএমপির সাইবার ডিভিশনে অভিযোগ করলে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করেন।
মজার বিষয় হলো অভিযুক্ত সেই নারী বিচিকিৎসকের একই প্রতিষ্ঠনে কর্মরত এক মার্কেটিং অফিসার। পরে তার নিয়ন্ত্রণ থেকে ফেক আইডিটি উদ্ধার করা হয়।
সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করেন
তিনি জানান, এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ তে মামলা হয়েছে।
জুরিসপ্রুডেন্স বলছে আপনি অপরাধ করে বলার সুযোগ নেই আইন জানতেন না।সুতরাং, আসুন নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। ফেসবুকে ফেক আইডি আর নয়। সময় এখন সচেতন হওয়ার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার পাশে আছে।
জনসচেতনতায়ঃ DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল