ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জননেতা মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের টাইমলাইন থেকে...
ময়মনসিংহের ঐতিহ্য সার্কিট হাউজ মাঠ, সবুজ-শ্যামলে ঘেরা বৃহৎ এই মাঠটি ময়মনসিংহের হৃদয় স্পন্দন, সেটি অনুধাবন করেই হয়তোবা সদ্যবিদায়ী বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান সাহেব মাঠটিকে উন্নয়নের মাধ্যমে ময়মনসিংহ বাসীকে সুন্দর একটি পরিবেশ উপহার দিতে চেয়েছিলেন, ধন্যবাদ জানাই তার এই উদ্যোগকে। কিন্তু যারা কর্মপরিকল্পনায় সরাসরি দায়িত্ব পালন করেছেন, তারা হয়তো নির্মল প্রকৃতির যে আবেদন ,সেটিকে সঠিকভাবে সদ্যবিদায়ী বিভাগীয় কমিশনার সাহেবের কাছে সে ভাবে তুলে ধরতে পারেননি, একজন পরিকল্পনাবিদ কে হতে হয় সর্বমুখী কিন্তু এক্ষেত্রে বলা যায়, যারা ছিলেন এর দায়িত্বে তাদের হয়ত হৃদয় অনুভূতি না থাকার কারণেই উন্নয়ন প্রকল্পটিকে প্রশ্নবৃদ্ধ করেছে, এই উন্নয়ন প্রকল্পে বেশ কিছু অসংগতি থাকার কারণে প্রায় সর্ব শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদমুখর কিন্তু উন্নয়ন মানেই জনকল্যাণ, যে বিষয়টিকে বর্তমান সরকারের সফল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয় সকল সময়ই গুরুত্বসহকারে উল্লেখ করে থাকেন ,প্রত্যেকটি উন্নয়নকে হতে হবে টেকসই এবং জনকল্যাণমুখী। প্রকল্প গ্রহণের প্রাক্কালে বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি ,রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ,পরিবেশবিদ, নাগরিক সংগঠন ,সাংবাদিকদের সংগঠন সহ সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তি বর্গের পরামর্শ গ্রহণ করে প্রকল্পটি গ্রহণ করলে হয়তোবা আজকে প্রশ্নবিদ্ধ হতে হতো না আমাদেরকে। বর্তমান এই প্রেক্ষাপটে সকলের একটি দাবি প্রাকৃতিক পরিবেশকে অক্ষুন্ন রেখে দেয়াল মুক্ত উন্নয়ন চাই। সকলের এই প্রত্যাশা কে পূরণে সংশ্লিষ্ট সকলের সঙ্গেই আলোচনা হয়েছে, আশা করি দেয়াল মুক্ত এবং পরিবেশের সৌন্দর্যকে অক্ষুন্ন রেখেই সকলের সহযোগিতায় প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল