১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা বেনাপোল বন্দর দিয়ে আমদানি শুরু,
৭, জুন, ২০২০, ৬:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

দীর্ঘ ৭৬ দিন পর আমদানি শুরু আজ রবিবার ৩.৪০ মিনিটের হিরো হোন্ডা কোম্পানির মালা মাল নিয়ে ইন্ডিয়ান কভার ভ্যান বাংলাদেশে প্রবেশ করে, ইন্ডিয়ান প্রতিনিধিরা জানান আজ শুধু ২৪ টা হিরো হোন্ডা কোম্পানির কাভার ভ্যান বাংলাদেশের প্রবেশ করবে বাকি অন্যান্য মাল আগামীকাল থেকে আস্তে আস্তে শুরু হবে

করোনা ভাইরাসের কারণে গত ২৩ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি বন্ধ হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় সরকার গত ২৪ এপ্রিল আমদানি-রপ্তানি চালুর অনুমোদন থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় দীর্ঘদিন সড়কপথে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের বাণিজ্য।

বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন, এবং তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করতে বন্দর কর্তৃপক্ষের থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভারতীয় চালককরা যাতে পোর্টের বাইরে যেতে না পারে সে ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।