ময়মনসিংহ জেলা গোয়েন্দা ওসি (ডিবি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাইকারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৬/০৬/২০২০ শনিবার দিঘারকান্দা থেকে ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মো: বাবুল (৪০) পিতা-মো: শামসুদ্দিন সাং-চুরখাই কান্দাপাড়া মো: কাশেম (৩৫) পিতা-মৃত আ: রহমান সাং-দিঘারকান্দা কাদুরবাড়ি মো: খায়রুল ইসলাম (২৫) পিতা-মো: জালাল উদ্দিন সাং-চুরখাই নামাপাড়া মো: লাল মিয়া (৩৫) পিতা-মৃত কদম আলী সাং-চুরখাই পশ্চিমপাড়া সর্ব থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহ এবং একই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৭/০৬/২০২০ রবিবার কোতোয়ালী থানাধীন ১১নং ঘাগড়া সুহিলা গ্রাম থেকে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি গোলাম মোস্তফা (৪০) পিতা মৃত-মকবুল হোসেন মোঃ মোয়াজ্জেম হোসেন (৫০) পিতা মৃত-মফিজ উদ্দিন
মোঃ সোহেল মিয়া (২৩) পিতা মৃত-শাহজাহান সর্ব সাং-সহিলা পশ্চিম পাড়া মনসুর আলী (৫৫) পিতা মৃত-আজম আলী মোঃ জাকির (১৯) পিতা-রাব্বানী মোঃ খোকা মিয়া (৩০) পিতা-মোঃ লাল মিয়া মোঃ মকছেদুল (১৯) পিতা মৃত-আইয়ুব খান সর্ব সাং-সহিলা মোঃ সুমন মিয়া(২৮) পিতা-আঃ রশিদ মোঃ আ্ক্কাস আলী (৪০) পিতা মৃত-রহিম উদ্দিন মোঃ আঃ কাদের (৪০) পিতা মৃত-আঃ হেকিম সর্ব সাং-কাওয়ালটি চরপাড়া মোঃ তোফায়েল আলম তকি (৩৫) পিতা মৃত-জবেদ আলী সাং-মাঝি হাটি পূর্ব মোঃ মোশারফ (৩২) পিতা-মোঃ সুরুজ আলী সাং- বেলতলী মোঃ এনামুল (৩২) পিতা-মোঃ বাদশা মিয়া মোঃ মোখলেছুর রহমান (৩৩) পিতা-মোঃ আব্দুল হেকিম উভয় সাং-ভাটিবারের সর্ব থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি (ডিবি) শাহ্ কামাল আকন্দ, বলেন অপরাধমুক্ত নগরী গড়তে সকলের সাহায্য সহযোগিতা চাই।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল