আজ ৭ জুন২০২০ রোববার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের চারপাশে দেয়াল নির্মাণ প্রকল্প বাতিলের বিরুদ্ধে আনুষ্ঠানিক স্মারকলিপি প্রধান করে ময়মনসিংহের ৫ টি সাহিত্য-সংস্কৃতি,পরিবেশ ও সামাজিক সংগঠন।ময়মনসিংহের নবাগত
বিভাগীয় কমিশনার কামরুল হাসান স্মারকলিপি গ্রহণ করে বলেন, ময়মনসিংহের উন্নয়ন পরিবেশ ও জনপ্রত্যাশার বিরুদ্ধে যায়- এমন কোন প্রকল্প গ্রহণ করা হবেনা।ময়মনসিংহবাসীকে অবহিত করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর আগে ৪ জুন বৃহস্পতিবার অনলাইনে নাগরিক স্মারকলিপি প্রদান করেন কবি ও সংগঠক স্বাধীন চৌধুরী।
ময়মনসিংহ সাহিত্য সংসদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন, প্রকৃতি,
নিরাপদ সড়ক চাই-ময়মনসিংহ জেলা শাখা এবং সম্মিলিত সামাজিক
আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনসমূহের পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই-ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না,নিরাপদ সড়ক চাই-ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান রতন, ফখরুল হাসান সায়েম, জাকির হোসেন খান।