১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, ফিচার ঢাকার খ্যাতনামা মাস্টারমাইন্ড স্কুল বনাম ময়মনসিংহের হলি সোল কিন্ডার গার্টেন!
৮, জুন, ২০২০, ৩:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

মাস্টারমাইন্ড স্কুলের এই সিদ্ধান্তটি খুবই স্বস্তিদায়ক। ‘এপ্রিল, মে ও জুন এই তিন মাসে শিক্ষার্থীদের বেতন অর্ধেক পরিশোধ করলেই চলবে’ এই ঘোষনা দিয়ে অভিভাবকদের কাছে চিঠি পাঠিয়েছেন তারা।

অপরদিকে ময়মনসিংহের হলিসোল কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ অাগামী ৯-৬-২০২০ মঙ্গলবার,অত্র স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের ৩ (তিন) মাসের বেতন ও অন্যান্য ফি একত্রে পরিশোধের জন্য ফোন দিয়েছেন।

এমাতবস্থায় করোনাকালীন সংকটে অাকস্মিক কর্মহীন অনেক অভিভাবকই একত্রে ৩ মাসের বেতন++ দিতে
এই মুহূর্তে অপারগ।

মাস্টারমাইন্ডের পথ অনুসরণ করে চাইলে বাংলা ও ইংরেজী মাধ্যামের অন্যসব প্রাইভেট স্কুলগুলোও অভিভাবকদের এই স্বস্তিটুকুন দিতে পারেন অনায়াসেই।
যেহেতু সরকারী ঘোষনায় সাধারণ ছুটির আওতায় ছিল স্কুলগুলো, তাদের বিদ্যুৎ, পানি কোনোকিছুই খরচ হয়নি এবং শিক্ষা উপকরণও ব্যবহ্নত হয়নি।
তাই উল্লেখিত ৩ মাসের বেতন ৫০% কম নেয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি বিচলিত হতে হবেনা হয়তো তাদের।

এই দুর্যোগে সংবেদনশীল সিদ্ধান্ত নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি অাকর্ষণ করছি।