নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় ৩৬ বস্তা সরকারি চালসহ একটি লরিসহ এর চালককে আটক করেছে পুলিশ।
সোমবার ৮ জুন উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় এই অভিযান চালানো হয়।
জানা যায় আটক লরি চালক সাগর মিয়া (২২) উপজেলা সদরের সাউদপাড়া এলাকার বাসিন্দা।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান গণমাধ্যমকে জানান, সরকারি চাল পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। লরি তল্লাশি করে ২৬টি প্লাস্টিকের বস্তায় চাল আর একটি বস্তায় সরকারি খালি বস্তায় পাওয়া যায়। এ সময় লরি চালককে আটক করা হয়েছে।
“সরকারি সিল দেওয়া বস্তা থেকে চাল প্লাটিকের বস্তায় ভরে তারা পাচার করছিল। পাচারকারীকে ধরতে আটক লরি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের পর বলা যাবে সরকারি এই চাল কোন প্রকল্পের এবং কে বা কারা এর সাথে জড়িত।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রাশেদুজ্জামান।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা খাদ্য কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে সম্ভব হয়নি।
(ফাইল ছবি)