১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ডি আই এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনলাইন আলোচনা অনুষ্ঠিত।।
৮, জুন, ২০২০, ১১:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটি থাকায় এবং লকডাউনজনিত কারণে সবকিছু যখন প্রায় স্থবির তার মাঝেও অান্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তথ্যপ্রযুক্তির সসহায়তায় রাজনৈতিক দলগুলির সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় ৮-৬-২০২০ সোমবার দুইঘন্টাব্যাপী জুম ক্লাউডের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনলাইন অালোচনা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ রিজিউনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা,ময়মনসিংহ,ময়মনসিংহ মহানগর,শেরপুর ও জামালপুর জেলার অাওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ,আওয়ামী লীগের পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনারগণ,জনপ্রতিনিধি ও নারীর জয়ে সবার জয় নেটওয়ার্কের নেতৃবৃন্দের ভার্চুৃযাল উপস্থিতিতে ডিআই এর রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তারের সঞ্চালনায় ও রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকের ব্যবস্থাপনায় উপর্য়ুক্ত গুরুত্বপূর্ণ অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়।


ভার্চুয়াল আলোচনা সভায় আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড.বাকী বিল্লাহ,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

অনলাইন অালোচনা সভায় যুক্ত হয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অাওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড.এবিএম রিয়াজুল কবির কাউসার এবং ডিআই এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআই এর উপ-পরিচালক সানিয়া রহমান।
আলোচনার বিষয়সমুহ ছিলোঃ
১. চলমান সংকটকে সাথে রেখেই বর্তমানে সবকিছুই সীমত আকারে স্বাস্থ্যবিধি মেনে মানুষের স্বাভাবিক কাজ করা সহ সবকিছুই খুলে দেয়া হয়েছে, এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে কী কী কাজ করা যেতে পারে?

২. কোভিড-১৯ সংকটকালীন সময়ে দলকে স্বক্রিয় রাখতে এবং জনগণ ও দলের সাধারণ কর্মীদের সহায়তা করবার জন্য দলের কেন্দ্রীয় পর্যায়ের কাছে আপনার সুপারিশ কী?

৩. এই সংকটকালীন সময়ে ডিআই কোন কোন কাজগুলি চালিয়ে যেতে পারে।
অনলাইন আলোচনা সভায় অংশগ্রহণকারী আলোচক শেরপুর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এড.চন্দন কুমার পাল বলেন, করোনাকালীন সংকটের শুরু থেকে শেরপুর জেলায় আওয়ামী লীগের উদ্যোগে সহযোগী সংগঠনগুলোকে সাথে নিয়ে দলের পক্ষ থেকে খাদ্য সহায়তা,ঈদ উপহার ও নগদ টাকা প্রদান অব্যাহত রয়েছে।তিনি ডিআই এর উদ্যোগের প্রশংসা করে বলেন ডিআই অতীতেও আওয়ামী লীগের সাথে কাজ করেছে,করোনাুদর্যোগেও একসাথে কাজ করার আহবান জানান।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড.বাকী বিল্লাহ বলেন করোনাকালীন সংকটে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলায় পাঁচ শতাধিক ত্রান কমিটি করেছি, খাদ্য সহায়তার পাশাপাশি দলের পক্ষ থেকে নগদ ৭০ লক্ষাধিক টাকা বিতরণ করেছি।তিনি ডিআই এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন প্রগতিশীল দলগুলোর সমন্বয়ে করোনাকালীন সংকটে মানবিক কাজ ঐক্যের ভিত্তিতে করা যেতে পারে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল করোনাকালীন দুর্যোগের মাঝেও ডিআইয়ের চলমান কর্মকান্ডের প্রশংসা করে বলেন,ময়মনসিংহের ১৩ টি উপজেলায় দু:স্থ ও অঅভাবগ্রস্তদের মাঝে দলীয়ভাবে খাদ্য উপহার প্রদান করা হয়েছে এবং করোনার বিপর্যয় যতদিন থাকবে অামরা খাদ্যসহায়তা প্রদান করে যাবো,একটি মানুষকেও না খেয়ে থাকতে হবেনা।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন,কেন্দ্রের নির্দেশে মহানগরের ৩৩ টি ওয়ার্ডে ত্রান কমিটি করে ১৫,৫০০ লোকের নাম কেন্দ্রে পাঠিয়েছি এবং রমজানের সময় ইফতার বিতরণ সহ দলের পক্ষ থেকে করোনাকালীন সংকটে পর্যাপ্ত খাদ্যউপহার প্রদান করা হয়েছে।
অনলাইন আলোচনায় যুক্ত হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এড. এবিএম রিয়াজুল কবীর কাউসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন করোনা নিয়ে কোন রাজনীতি নয়,দেশের সমস্ত জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।বাংলাদেশ আওয়ামী লীগ করোনাকালীন দুর্যোগে জনগণের পাশে আছে।
ডিআই এর এরকম উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন,দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এখন কোন অনৈক্য নয়,একসাথে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাবো।