১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ খাদ্যের গুণগতমান, মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবেঃ রাষ্ট্রপতি
৯, জুন, ২০২০, ১:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

খাদ্যের গুণগতমান, নিরাপত্তা ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘উৎপাদন থেকে শুরু করে সরবরাহ, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যন্ত প্রত্যেক স্তরে খাদ্যের গুণগতমান, নিরাপত্তা ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। জনগণের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বিএবি খাদ্যখাতে সংশ্লিষ্ট অংশীজনকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’

সোমবার (৮ জুন) রাষ্ট্রপতি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) উদ্যোগে ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২০’ উদযাপিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড জাতীয় মান অবকাঠামো ও সাযুজ্য নিরূপণ পদ্ধতি প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদানের পাশাপাশি দেশীয় পণ্য ও সেবার মনোন্নয়ন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং রফতানি বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুযায়ী কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘খাদ্যনিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে এ বছর বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অ্যাক্রেডিটেশন ইমপ্রুভিং ফুড সেফটি’। বিশ্বব্যাপী চলমান মহামারি ‘কোভিড -১৯’র বর্তমান প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য যথার্থ।’

আবদুল হামিদ ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২০’ উদযাপনের সাফল্য কামনা করেন।
মহামান্য রাষ্ট্রপতি ( ফাইল ছবি)