ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৮/০৬/২০২০ তারিখ সোমবার ভালুকা পৌরসভা এলাকার মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীন ফোন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী আঃ খালেক(৫৫) পিতা মৃত-আঃ হেকিম কেরু, সাং-বাওয়া, থানা- ভালুকা মনিরুজ্জামান মনির (৩০) পিতা-রফিকুল ইসলাম, সাং-যশোরা থানা-গফরগাঁও, উভয় জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি শাহ্ কামাল আকন্দ আরো বলেন ময়মনসিংহ নগরীকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চাই!