শেরপুর সংবাদদাতাঃ
শেরপুর জেলা মহিলা অাওয়ামী লীগের সভানেত্রী ও ওমেন চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মিসেস শামসুন্নাহার কামাল ইন্দোনেশিয়া সরকারের অামন্ত্রণে অাট দিনের সফরে শেরপুর ওমেন চেম্বারের সভানেত্রী মনিজা মাসুূদসহ চল্লিশ সদস্যের বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য হিসেবে গমন করেছেন।ইন্দোনেশিয়ায় ট্রেড ফেয়ার উপলক্ষে সফরকৃত বাংলাদেশ বিজনেস
প্রতিনিধিদলের সদস্য শামসুন্নাহার কামাল সহ অন্যান্য সদস্যবৃন্দও তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বায়ারদের নিকট উপস্থাপন ও দ্বিপাক্ষিক বিভিন্ন ব্যবসায়িক সেমিনারে নিয়মিত অংশগ্রহণ করছেন।শামসুন্নাহার কামাল সহ বাংলাদেশ বিজনেস প্রতিনিধি দলের সদস্যরা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফর শেষে এখন বালি দ্বীপে অবস্থান করছেন এবং অাগামী ২২/১০/২০১৯ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।উল্লেখ্য প্রখ্যাত নারী উদ্যোক্তা শেরপুরের ঐতিহ্যবাহী অাইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মিসেস শামসুন্নাহার কামাল শেরপুর জেলা জাতীয় মহিলা মহিলা সংস্থার তিনবারের চেয়ারম্যান পদ অলংকৃতকরণ ছাড়াও জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বহু সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন।ইতিপূর্বেও তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।