নেপাল ধরঃ
ময়মনসিংহ গতকাল শুক্রবার র্যাব ১৪ সিপিএসি,আকুয়া বাইপাস,ময়মনসিংহ ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর শিবলী সাদিক পিএসসি এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নূর ওরফে মামুন (৪০) পিতাঃ রহম আলী, মাতাঃ ছালেহা সাং জুনকাই থানাঃ দেলদোয়ার জেলাঃ টাংগাইলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীকে জিঞ্জাসাবাদে জানা যায় ধৃত আসামী মোঃ নূর নবী (৪০) ও তাহার ছেলে আবু তাহের সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন আসামী সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাৎবত ময়মনসিংহ, টাংগাইল, জামালপুর, গাজীপুর ও আশেপাশের জেলায় বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে প্রতারণা মূলক ভাবে নিরীহ জনসাধারণের নিকট হইতে টাকা পয়সা আত্বসাৎ করিয়া আসিতেছে। উক্ত আসামীগণ পেশাদার আন্তঃজেলা সক্রিয় প্রতারকচক্র বলিয়া জানাযায় ধৃত আসামীর হেফাজত হইতে ১টি সামসাং মোবাইল সেট, ১টি বাটন মোবাইল সেট আসামীর মোবাইলে ধারণকৃত স্যালো মেশিন ও ব্যাটারির ছবির স্কীনশট ৩ পাতা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রজু করার প্রক্রিয়াধীন।