ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা স্টেশন রোড তাজমহল মোড়ের ঐতিহ্যবাহী ছোরহাব টাওয়ার শপিং মলের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও প্রখ্যাত সমাজসেবক মো: আরিফুল ইসলাম আরিফ তাঁর মালিকানাধীন শপিং মলের ব্যবসায়ীদের কল্যানার্থে বৈশ্বিক মহামারী করোনাকালীন দুর্যোগে লকডাউন থাকার ফলে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হওয়ায় মানবিক দিক বিবেচনা করে ১(এক) মাসের সম্পূর্ণ ভাড়া মওকুফ করে দিয়েছেন।
উল্লেখ্য ছোরহাব টাওয়ার শপিং মলে এপেক্স জুতার শো-রুম,সিঙার প্লাস এর শো-রুম সহ বিভিন্ন ব্র্যান্ডের চশমার দোকানের জন্য ময়মনসিংহ শহরে খুবই প্রসিদ্ধ।
ছোরহাব টাওয়ার শপিং মলের ব্যবস্থাপক আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন,আমরা করোনাকালীন মানবিক দুর্যোগে মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে করোনাকালীন দুর্যোগে সাময়িক ককর্মহীন অভাবগ্রস্তদের মাঝে খাদ্য উপহার বিতরণ করেছি এবং পবিত্র রমজান মাসে খাদ্য বিতরণ,ঈদ উপহার ও নগদ অর্থও বিতরণ করেছি।
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই মানবিক দুর্যোগে ছোরহাব টাওয়ারের সত্বাধিকারী জনাব আরিফুল ইসলাম (আরিফ) মানবিকতার মহান দৃষ্টান্ত স্থাপন করে উক্ত মার্কেটের ব্যবসায়ীদের ভাড়া মওকুফ করে দিয়েছেন এবং এই করোনাসংকটে আমরা অামাদের ভাড়াটিয়া ও অসহায় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ্।