১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ উচাখিলা বটতলা বালুর ঘাটে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে বালু উত্তোলন।।
১২, জুন, ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাটে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও একটি অসাধু চক্র বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশও মারাত্মক হুমকির মুখে পড়ছে।
করোনাকালীন লকডাউনের মাঝেও প্রশ্রাসনের চোখ ফাকি দিয়ে পরিবেশবিধ্বংসী চক্রটি অবাধে বালু উত্তোলন করছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বালু উত্তোলনকারী চক্রের সাথে একটি প্রভাবশালী সিন্ডিকেট জড়িত যারা প্রতিমাসেই এখান থেকে মাসোহারা পায়।এদের ভয়ে সাধারণ মানুষ ও যত্রতত্র বালু তোলার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকরা ভয়ে মুখ খোলার সাহস পায়না।
ক্ষতিগ্রস্ত কৃষক ও সচেতন এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।