শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী এলাকার প্রতিবন্ধী সেই ইস্রাফিল চলাচলের জন্য হুইল চেয়ার পেয়ে খুব খুশি।
১৯ অক্টোবর শনিবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন “নকলা অদম্য মেধাবী সহায়তা সংঘ” এর সৌজন্যে তাকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। এই হুইল চেয়ারটি উপজেলার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা ১২তম।
ইস্রাফিলের হাতে হুইল চেয়ার তুলে দেওয়ার সময় তার পরিবারের সদস্যসহ অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের উদীয়মান নেতা শামীমুজ্জামান মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফএম কামরুল আলম রঞ্জু, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সহকারী পরিচালক আতিকুর রহমান, সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার, তরুন ছাত্রনেতা রাব্বিনুর রহমান জুয়েল, সংগঠনের সদস্য মিঠুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গতবছর তরুন ছাত্রনেতা রাব্বিনুর রহমান জুয়েল নিজস্ব অর্থায়নে সেই ইস্রাফিলকে ঈদের কাপড় কিনে দেওয়া হয়। পরে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হলে সেই ইস্রাফিলের করুন পরিণতি নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার কর্মকর্তাদের নজরে আসে। পরে ইস্রাফিলের চাওয়া অনুযায়ী সংস্থার নির্বাহী পরিচালক সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান উপজেলার অন্তত ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়ার উদ্যোগ গ্রহন করেন। সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, তাদের এই কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো জানান, তাদের সংস্থার পক্ষথেকে প্রতিবছর বেশকিছু মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি, ফরম ফিলাপ ফি, সহায়ক বই, শিক্ষা প্রতিষ্ঠানের নিদৃষ্ট পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করে আসছেন।