আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয় বলেও জানান তিনি।
রোববার (১৩ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এ শোক প্রকাশ করেন।
পরে বাজেট পরবর্তী বিএনপির প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে।
সংকটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়েও বিএনপির গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, জনমানুষের আকাঙ্ক্ষা, মনের ভাষা শেখ হাসিনা বুঝতে পারেন তাই মানুষের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনের প্রামাণ্য উপস্থাপন হচ্ছে এ বাজেট।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল