শেখ রাজীব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীতে ককটেল ও বোমা তৈরীর সরঞ্জামসহ একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো.খাইরুল ইসলাম(২৯)। সে নোয়াখালী জেলার নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এরশাদনগর এলাকার ২নং ব্লকের ছামাদ মোল্লার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি তাজা ককটেল বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।