ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন অষ্টম তলা ভবনের পঞ্চম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত সাময়িকভাবে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য আজ শনিবার দুপুরে সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
গণপূর্ত বিভাগ ময়মনসিংহের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু , জেলা প্রশাসক মোঃমিজানুর রহমান, মমেক এর অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ,মমেকহা'এর উপ-পরিচালক ডাঃ লক্ষীনারায়ন মজুমদার,ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার আবুল কাশেম প্রমুখ । গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান,হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার আলীরেজা সিদ্দিকী,উপ-বিভাগীয় প্রকৌশলী সৌরভ রায়,উপবিভাগীয় প্রকৌশলী ই/এম আনোয়ার হোসেন প্রমুখ। এখন থেকে ময়মনসিংহে করোনায় আক্রান্ত সকল রোগীর চিকিৎসা এখানে করা হবে। উল্লেখ্য এখানে ৪০'টি কেবিন ও ১২০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে ।ন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল