ময়মনসিংহ ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যাণ বহমুখী সমবায় সমিতি লিমিটেড,
থানার ঘাট কালিবাড়ি গোদারাঘাট এলাকায় অাজ ১৪-০৬-২০২০ রবিবার ১০০০(এক হাজার) সদস্যের মাঝে চাল বিতরণ করা হয়।
ব্রহ্মপুত্র বাস্তুহারা কল্যাণ বহুমুখীসমবায় সমিতি কর্তৃক অায়োজিত চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু'র পক্ষে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার।
ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যাণ বহমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক
মোঃ সুরুজ আলীরর পরিচালনায় ও
বাস্তহারা শ্রমিক লীগ সভাপতি
মোঃ আব্দুল মোতালেবব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল হালিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল