১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে বঞ্চিতদের ত্রাণ পাঠালেন মানবিক ডিসি মিজানুর রহমান।।
১৪, জুন, ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) জেলা প্রশাসনকে মানবিক প্রশাসন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন। আধুনিক ও প্রচার-প্রচারণার এই বাড়াবাড়ির যুগেও কোনো প্রচার-প্রচারণা ছাড়াই নিরবে-নিভৃতে মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান ।

জানা গেছে,করোনা প্রতিরোধে লকডাউন পরিস্থিতিতে ত্রাণ বঞ্চিত হয় ২৩টি পরিবার। ময়মনসিংহে কর্মরত একজন সাংবাদিকের কাছে বিষয়টি অবগত হওয়ার পর সেই বঞ্চিত ২৩টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন ময়মনসিংহের মানবিক জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুরে রিকশাচালক, দিনমজুর, পাহারাদার, কাজের বোঁয়াসহ নিম্ন আয়ের কর্মহীন ২৩টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে এডিসি (সার্বিক) জাহাঙ্গীর আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী পেয়ে তারা অনেক খুশী হন। তারা জানান, করোনাকালীন অনেকেই ত্রাণ পেলেও তারা বঞ্চিত ছিল। তারা গ্রাম থেকে এসে শহরে বাসাভাড়া নিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে নগরের ত্রাণের তালিকাভুক্ত হতে পারেনি। এ কথা শুনার পর তাদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসনে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। ময়মনসিংহে করোনা প্রতিরোধে লকডাউন কার্যকরে নিজের জীবন বাজী রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিসি মিজানুর রহমান । দেশের এই সংকটকালে জেলার প্রতিটি অভাবী পরিবারের কাছে সরকারি সহায়তা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান বলেন, জনসেবার জন্যই প্রশাসন। আমি ময়মনসিংহ জেলা প্রশাসনকে একটি মানবিক প্রশাসন করে তোলার চেষ্টা করেছি, যাতে সরকার ও প্রশাসনের ওপর মানুষের আস্থা আরও গভীর হয়।