বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে আজ রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
আইজিপি তাদের সাথে করোনা চিকিৎসা প্রটোকল, গবেষণা ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। বন্ধুপ্রতিম চীন দেশের চিকিৎসকদের সাথে এ ধরনের সাক্ষাতের আয়োজন করায় বাংলাদেশস্থ চীন দূতাবাসকে ধন্যবাদ জানান আইজিপি।
প্রতিনিধিদলের সদস্য চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা করোনা চিকিৎসায় বাংলাদেশ পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য, PHQ media
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল