১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ত্রিশালের কানিহারীতে প্রধানমন্ত্রীর উপহার চাল-ডাল পেলো ২০০শত অস্বচ্ছল পরিবার।।
১৪, জুন, ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

নোভেল করোনা ভাইরাস সংক্রমন আতংকে কর্মহীন হয়ে পড়া ২০০শত অসহায় গরীব হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল।

সারা দেশের ন্যায় ত্রিশালের কানিহারী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে চলায় ধনী-গরীব প্রায় সবাই এখন গৃহে অবস্থান করা ও কর্মক্ষেত্রের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এতে করে খাদ্য সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা। এক বেলা কাজ না করলে যাদের সংসার চলে না, মুখে খাবার উঠে না, বর্তমান এ পরিস্থিতিতে গৃহবন্ধী ঐ কর্মহীন অসহায় মানুষগুলি চরম খাদ্য সংকটে অসহায় হয়ে পড়েছে। তাই ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন হয়ে পড়ায় দরিদ্রের তালিকা করে অস্বচ্ছল হতদরিদ্র মানুষের মাঝে প্রতি জনকে ১০কেজি চাল ও আদা কেজি ডাল বিতরন করা হয়েছে।

১০ই জুন রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী অর্থায়নে বরাদ্ধকৃত ইউনিয়নের ২০০শত অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল।

এ সময়ে তিনি বলেন-করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার যে চ্যালেঞ্জ হাতে নিয়েছে তা বাস্তবায়নে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।সাবান দিয়ে বার-বার হাত ধোঁয়ে নিতে হবে। এসময় তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে সকলকে আহবান জানান। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের মেম্বার,গ্রাম পুলিশ সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।