শেখ রাজিব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গী পশ্চিম থানা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে টঙ্গী পশ্চিম থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মো: হারুন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম, রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, বাবু মিয়া, নবী হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের টঙ্গী পশ্চিম থানার সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোবারক হোসেন রনি, সাব্বির রহমান রানা, ইসমাইল হোসেন, রাব্বানী মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মিয়া, মাসুদ মিয়া, আল আমিন, আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন বাবু, মোস্তফা মিয়া, রবিন হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, মিষ্টি বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।